Bangladesh

Yaaba found in private car

Yaaba found in private car

Bangladesh Live News | @banglalivenews | 12 Oct 2019, 08:29 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১২ : কক্সবাজার-টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ের তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে।

 শুক্রবার সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর চকমীরপুর এলাকার আক্কাছ আলীর ছেলে আখলাকুল ইসলাম (২৩) ও একই এলাকার হারুন রশীদের ছেলে মো. নুরনবী (২৫)।


হাইওয়ে পুলিশ কুমিলল্লা রিজিয়নের রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ এসআই আবু আবদুল্লাহ জানান, একটি প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তুলাবাগান নামক স্থানে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর ঢাকা-মেট্রো-গ-২৮-৬৪৭২ নম্বরের প্রাইভেটকারটি ঘটনাস্থলে এলে থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে সাউন্ডবক্সের ভেতর থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ২৯ হাজার ২০০ পিস ইয়াবা ছিল। এ ঘটনায় দুইজনকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।