Bangladesh
Woman detained with gold in Bangladesh
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৩ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ আটক নীলুফা ইয়াসমিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিমানবন্দর থানার মামলা সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শেখ আলাউদ্দিন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার ব্যাংকক থেকে আগত থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নীলুফা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
