Bangladesh

Where can you see a perfect poll: Kader

Where can you see a perfect poll: Kader

Bangladesh Live News | @banglalivenews | 20 Jan 2019, 06:20 am
ঢাকা, জানুয়ারি ২০ঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে আজ প্রশ্ন ছুঁড়েছেন যে কোন দেশে কি বলতে পারবে যে তারা নিখুঁত নির্বাচন অনুষ্ঠিত করে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার সময় মন্ত্রি এই মন্তব্য করেছেন।


রোববার বনানীর সেতু ভবনে সাংবাদিকেরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উনি এই কথাগুলি বলেছেন।

 

  জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের শুক্রবার বলেন  বাংলাদেশে নির্বাচন ‘পারফেক্ট’ (যথাযথ) হয়নি।

 

তবে, উনি আরও বলেন যে  নির্বাচন নিয়ে কোনো অনিয়ম বা অভিযোগের তদন্তের এখতিয়ার ওনার জাতিসংঘের নেই।

 

আজ এই মন্তব্যের প্রতিক্রিয়ায়, কাদের বলেনঃ "জাতিসংঘ বলছে নির্বাচনটা ‘পারফেক্ট’ ছিল না, নিখুঁত ছিল না। আমি বলছি, নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে? কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত।"

 

গত ৩০ ডিসেম্বর  বাংলাদেশের মাটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আওয়ামী লীগ এই নির্বাচনে বিজয় লাভ করে।

 

বিরোধী ঐক্যফ্রন্ট  এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে।

 

তারা নতুন নির্বাচনের দাবিও তোলেন।

 

Image: Wikimedia Commons