Bangladesh

Vijay Divas: BSF, BGB exchange sweets
Amirul Momenin

Vijay Divas: BSF, BGB exchange sweets

Bangladesh Live News | @banglalivenews | 17 Dec 2019, 07:43 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১৭ : মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৯ টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন, বিএসএফ’র হিলি ক্যাম্প কমান্ডার শ্রী জাগদিস প্রসাদ-এর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিজিবি ও বিএসএফ’র অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলুাব হোসেন জানান, মহান বিজয় দিবসের আনন্দকে ভাগাভাগি করে নিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি জানান, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরের মধ্যে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি জানিয়েছেন।