Bangladesh
Verdict against four convicts to be released any day
১৯৭১ সালের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় সাথে জড়িয়ে থাকার অভিযোগ এই ব্যাক্তিদের বিরুদ্ধে আছে।
এই মামলার আর তিন আসামি হলেন আবদুন নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া ও আবদুল মোছাব্বির মিয়া।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যেরা এই গুরুত্বপূর্ণ মামালাটির বিষয় রায়ে দেওয়ার আগে অপেক্ষমাণ (সিএভি) রেখেছে আজ।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষেই এই পদক্ষেপ নিয়েছে আদালের বেঞ্চ।
আকমল আলী তালুকদার এই মামলার যুক্তি তর্ক উপস্থাপনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
এই নিয়ে ট্রাইব্যুনাল তাদের ৩৩ তম রায় দেবেন।
সৈয়দ হায়দার আলী আদালতে এই মামলায় যুক্তি উপস্থাপন করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে।
আইনজীবী আবদুস সোবহান তরফদার আসামি আকমলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান যুক্তি উপস্থাপন করেন পলাতক আসামিদের পক্ষ থেকে।
২০১৭ সালের ৭ মে এই মামলার বিচার শুরু হয়েছিল অভিযোগ গঠনের মাধ্যমে।
