Bangladesh

UN official down with Dengue

UN official down with Dengue

Bangladesh Live News | @banglalivenews | 23 Jul 2019, 08:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৩ : এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

জাতিসংঘের আবাসিক কার্যালয়ের একটি সূত্র জানায়, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন মিয়া সেপ্পো।

 

ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। সেপ্পো আপাতত অফিস করছেন না।


মিয়া সেপ্পো হাসপাতালে ভর্তি হননি। তবে চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন। কবে থেকে সেপ্পো অফিস করবেন সে বিষয়ও নিশ্চিত হওয়া যায়নি।