Bangladesh
Two labourers die after being strangulated under soil
ঢাকা, মার্চ ১২ : জয়পুরহাটে মাটির স্তূপে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)।
এ ঘটনায় জয়পুরহাটের চিরলা গ্রামের মনসুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫) আহত হয়েছেন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম বলেন, মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের জন্য মাটি স্তূপ করে রাখা হয়।
সেসব মাটি ট্রাক্টরে করে বিদ্যালয়ের দফতরি রাসেল হোসেনের পুকুর ভরাটের জন্য নেয়া হচ্ছিল।
মাটি সরানোর সময় স্তূপের ওপর থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন চার শ্রমিক। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সেই সঙ্গে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়।
