Bangladesh
Two killed in Chittagong road accident
নিজস্ব প্রতিনিধি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২০ : চট্টগ্রাম নগরের মাদারবাড়ি-বারিক বিল্ডিং সড়কে চার ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানসিক ভারসাম্যহীন কিশোর সাগর (২০)ও শাফায়েত হোসেন চৌধুরী (৪৫)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে মাদারবাড়ি পানির টাংকি এলাকায় ট্রাকের ধাক্কায় সাগর নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়। এছাড়াও একই দিনে সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাট থানার কদমতলী পোড়া মসজিদ এলাকায় কার্ভাড ভ্যানের ধাক্কায় নামে শাফায়েত হোসেন চৌধুরী নামে আরেক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
