Bangladesh
Two killed in Bangladesh road mishap
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২২ : নাটোরে দ্রুতগামী াকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পৌর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর ছিন্দ্রতুলসি এলাকার আব্দুস সামাদের ছেলে গোলাম নবী (৪০) ও নাটোর সদর উপজেলার চন্দ্রকলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে ফয়সাল (৩০)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সম্প্রতি রাজশাহী থেকে গোলাম নবী তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চন্দ্রকলা এলাকায় বেড়াতে আসেন।
শুক্রবার সন্ধ্যার দিকে তিনি শ্যালক ফয়সালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর পৌর শহরের দিকে আসছিলেন।
এ সময় বনবেলঘড়িয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে গোলাম নবী ও ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের উভয়কেই মৃত ঘোষণা করেন।
