Bangladesh
Two killed after falling down from Dhaka building
ঢাকা, আগস্ট ১৬ঃ ঢাকার দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুইজন ব্যাক্তি প্রান হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।
এই দুজনেই হলেন পেশায় রংমিস্ত্রি, জানান পুলিশ।
যে দুই ব্যাক্তি এই ঘটনায় প্রান হারিয়েছেন তাদের পরিচয় হল আবিদ (৫০) ও আকতারুজ্জামান।
একটি নয় তলা ভবনে কাজ করার সময় এই দুই ব্যাক্তি পড়ে গিয়ে প্রান হারান্, জানিয়েছেন পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হলেও চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করনে।
