Bangladesh
Two die in Bangladesh road mishap
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১৫ : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাসিবুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র ও তার বাবা মহিদুল ইসলাম নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামে। নিহত হাসিবুল মহেশপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমানুল্লাহ বলেন, শনিবার বিকেলে বাবা-ছেলে নস্তিবাজার থেকে বাড়ি ফিরছিলেন। মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে হাসিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাবা মহিদুল ইসলামকে মহেশপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
