Bangladesh

Truck-bike accident kills 2 in Narsingdi
ঘটনাস্থলে পড়ে আছে একজনের লাশ (ছবি : সংগৃহিত)।

Truck-bike accident kills 2 in Narsingdi

Bangladesh Live News | @banglalivenews | 30 Jul 2020, 07:20 am
At least two persons were killed as a motorcycle and a truck collided head-on in Narsingdi. The accident took place on Thursday.

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হায়দার তালুকদার জানান, মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদী থেকে ভৈরবের দিকে যাওয়ার পথে অন্য একটি যানবাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে।
নিহতদের মধ্যে একজনের নাম শরীফ উদ্দিন (২০)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। তাঁর বাবার নাম জানা যায়নি। আর অপর নিহতের (২২) পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ দুটি ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।