Bangladesh
Train's engine gets derailed in Bangladesh
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১৪ : ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে বাঘমারা এলাকায় শান্টিং ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দুটি রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ময়মনসিংহ ও গৌরীপুর রেলস্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেসসহ চারটি ট্রেন আটকা পড়ে। বন্ধ থাকে তিনটি রুটে ট্রেন চলাচল। ময়মনসিংহ থেকে ভৈরবগামী লোকাল ট্রেন এবং জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের যাত্রা বাতিল হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বাঘমারা এলাকায় আউটার সিগনালের কাছে ভুল সিগনালের কারণে শানটিং ইঞ্জিনটি এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে লাইনচ্যুত হয়। এতে দুটি লাইনই ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ থেকে ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কমপক্ষে ৪/৫ ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।
