Bangladesh

Top Indian official to visit Bangladesh

Top Indian official to visit Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 19 Apr 2019, 09:23 pm
নিজস্ব প্রতিনিধি,ঢাকা, এপ্রিল ২০ : চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। জানা যায়, মে মাসের শুরুর দিকে এ সফরের সম্ভাব্য সময় জানিয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন বিজয় কেশব গোখলে। ঠিক কী কারণে তার এ সফর হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


তবে সংশ্লিষ্ট কূটনীতিকরা জানান, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।


২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান বিজয় গোখলে। এরপর গত বছরের এপ্রিলে তিনি বাংলাদেশ সফর করেন।