Bangladesh

Three suspected terrorists arrested by Bangladeshi security forces

Three suspected terrorists arrested by Bangladeshi security forces

Bangladesh Live News | @banglalivenews | 28 Jul 2019, 08:03 am
ঢাকা, জুলাই ২৮ : রাজধানীর রূপনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রাতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়েছে।


তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি ছুড়ে। এ সময় দেশীয় অস্ত্র এবং জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়।


মাহিদুজ্জামান বলেন, ‘জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে জঙ্গি জাকারিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।’