Bangladesh

Three killed in Dhaka road accident
দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ (ফাইল ছবি)।

Three killed in Dhaka road accident

Bangladesh Live News | @banglalivenews | 03 Aug 2020, 07:15 am
At least three people were killed as a pick-up truck and a bus collided head on in Dhaka's Dhamrai upazila on Monday. The deceased are yet to be identified.

খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে ফাল্গুনী পরিবহনের খুলনাগামী অপর একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পিকআপের ভেতরে থাকা চালকসহ তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হলেও বাসের চালক পলাতক রয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।