Bangladesh

Three Ansar arrested with Ya Ba tablets

Three Ansar arrested with Ya Ba tablets

India Blooms News Service | @banglalivenews | 17 Jul 2018, 08:07 am
ঢাকা, জুলাই ১৭ঃ আনসার বাহিনীর তিন সদস্যকে পুলিশ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজার এলাকা ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

এই ঘটনাটি ঘটেছে সোমবার।

 

পুলিশ এনাদের থেকে   ১৫ হাজার ইয়াবা জব্দ করেছে।

 

আদালতের মাধ্যমে এই তিনজন গ্রেপ্তার ব্যাক্তিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

 

যে ব্যাক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মো. আজিজুর রহমান (২৫), মো. নুরুল ইসলাম রনি (২০), মো. জসিম উদ্দিন (২৪)।

 

পুলিশ জানিয়েছেন যে এই তিনজনেই আনসার বাহিনীর সদস্য।

 

Image: Wikimedia Commons