Bangladesh

There are few talented people in country like Muhit: Ershad

There are few talented people in country like Muhit: Ershad

Bangladesh Live News | @banglalivenews | 27 Jun 2018, 11:51 am
ঢাকা, জুন ২৭ঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রশংশা করে বলেছেন যে ওনার মত 'গুনি' মানুশের অভাব আছে দেশে।

বুধবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় এরশাদ এই খাগুলি বলেছেন।

 

কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছিলেন যে কিছুদিন আগে পেশ কড়া বাজেট ছিল ওনার শেষ।

 

"অর্থমন্ত্রী বলেছেন এটা তাঁর শেষ বাজেট। এটা উনি কেন বলেছেন? আপনাকে আমরা ছাড়ব না। আপনার মতো গুণী-জ্ঞানী ব্যক্তি আমরা পাব কোথায়?" এরশাদ বলেন।

 

এরশাদ বলেন মুহিত অবসর যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ওনাকে ছাড়া হব না।

 

গত ৭ জুন সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন মুহিত।

 

আজকে এরশাদের এই বক্তব্য দেওয়ার সময় মুহিত উপস্থিত ছিলেন ওনার সামনে।

 

পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে বারবার বরাদ্দ প্রাক্কলনের বিষয়টিকে নিজের বক্তব্যে সমালোচনা করেন এরশাদ।

 


“বড় প্রকল্পগুলোকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতুতে রেলওয়ের জন্য বরাদ্দ দেওয়া হল। নদী শাসনের জন্য বরাদ্দ দেওয়া হল। এইগুলো বাদ দিয়ে কি প্রাক্কলন করা হয়?," উনি বলেন।

 

“বারে বারে বরাদ্দ দেওয়া হচ্ছে। একসাথে সমন্বয় করে সবগুলো করা হয় না কেন? যখনই পরিকল্পনা নেওয়া হবে তখন একসাথে সবগুলো হিসাব করতে হবে," এরশাদ বলেন।