Bangladesh
Tangail murder: Police nab three
এরআগে মধুপুর উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার একটি বাড়ির মালিক আব্দুল গনি মিয়া (৪৫), তার স্ত্রী ও ছেলে-মেয়ের গলা কাটা লাশ লাশ উদ্ধার করে পুলিশ শুক্রবার সকাল ৯টার দিকে। কয়েক বছর আগে গনি মিয়া এখানে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তিন-চার দিন ধরে তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে গনির বড় মেয়ে তার মামীকে ফোন করে। এরপরই তিনি এসে গেট তালাবদ্ধ দেখেন। সে সময় বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পান তিনি। তালা ভেঙে ঘরের ভেতর চারজনের গলাকাটা লাশ মেলে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে তাদের চারজনের মরদেহ উদ্ধার করে। জেলার মধুপুর পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মধুপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুন হওয়া ওসমান মধুপুরে রিকশাভ্যান বেচা-কেনার ব্যবসা করতেন। তার এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ে সোনিয়ার তিন বছর আগে বিয়ে হয়েছে। তার ছেলে তাজুল ভাইঘাট কলেজে ও মেয়ে সাদিয়া তৃতীয় শ্রেণীতে পড়তো। ঘটনার আগে দুইদিন ধরে বাসা তালাবদ্ধ ছিল।
ওসমানের বড় মেয়ে সোনিয়া ফোন করে তার মামী সালেহা বেগমকে তার বাবার বাড়িতে যেতে বলেন। পরে সালেহা বেগম বাসায় গিয়ে ঘর তালাবদ্ধ পায়। পরে জানালা দিয়ে দেখতে পান রুমে খাটের উপর ওসমান গনির গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পাশের রুমে একই খাটে মা ও মেয়ের জবাই করা মরদেহ ও অপর কক্ষে খাটের নিচে তাজুলের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।
