Bangladesh

Special flight ferries 71 Bangladeshi nationals home from Lebanon
লেবানন থেকে ত্রাণের বিমানে ফিরেছে ৭১ বাংলাদেশী (বিমান বাহিনীর ছবি)

Special flight ferries 71 Bangladeshi nationals home from Lebanon

Bangladesh Live News | @banglalivenews | 12 Aug 2020, 06:49 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ আগস্ট ২০২০ : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণের পর সেদেশে আটকে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। ১০ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা পাঠায় সরকার। সেই বিমানে আজ সকাল সোয়া ৭টার দিকে ৭১ জনকে ফিরিয়ে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ফ্লাইটে ৭৩ জন বাংলাদেশি ফেরার কথা ছিল, ফিরেছেন ৭১ জন।

এর আগে লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন। এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। নিহত চার বাংলাদেশি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।
অর্থনৈতিক মন্দার কারণে গত কয়েক মাস ধরেই লেবানন থেকে দেশে ফিরতে চেয়েছেন প্রায় আট হাজার বাংলাদেশি। সম্প্রতি বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের পর দেশে ফিরতে আগ্রহীদের সংখ্যা আরও বেড়েছে। এর মধ্য থেকে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৭১ বাংলাদেশিকে দেশে আসার ব্যবস্থা করে দেওয়া হয়।
প্রসঙ্গত, জোড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননকে আনুমানিক দুই টন চিকিৎসা সামগ্রী, আট টন জরুরি খাদ্য সামগ্রী এবং দুই টন খুচরা যন্ত্রাংশ সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার।