Bangladesh
Shringla to visit Dhaka tomorrow
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ১ : ভারতরে প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদির বাংলাদশে সফররে প্রস্তুতি চূড়ান্ত করতে আগামীকাল সোমবার ঢাকায় আসছনে সেদেশের নবনযিুক্ত পররাষ্ট্র সচবি হর্ষ বর্ধন শ্রিংলা। জাতির জনক বঙ্গবন্ধু শখে মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েেছ মোদির।
সূত্র জানায়, হর্ষ বর্ধন শ্রিংলা কাল সোমবার ঢাকায় আসার পর সকাল ১০টায় বাংলাদশে ইন্সটটিউিট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাই কমশিন আয়োজিত ‘বাংলাদশে অ্যান্ড ইন্ডয়িা : এ প্রমিজিং ফউিচার’ র্শীষক সেমিনারে বক্তব্য দেবেনে।
ঢাকায় দুই দিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমনেরে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিনন মোমনেরে সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত ২৪ ডিসম্বের তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানকিভাবে বিজয় গোখলের স্থলাভিষিক্ত হন। ২০১৬ সালরে জানুয়ারিতে হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেেশ ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেন।
