Bangladesh
Shringla meets Sheikh Hasina
শ্রিংলা এই মুহূর্তে বাংলাদেশ সফরে এসেছেন।
গণভবনে উনি আজ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
FS @harshvshringla called on Hon. Prime Minister, #Bangladesh, HE Sheikh Hasina on 2/3/20
— India in Bangladesh (@ihcdhaka) March 3, 2020
They discussed visit of Prime Minister Narendra Modi to attend #MujibBorsho &reaffirmed importance both sides attach to relationship & discussed ways of further consolidating partnership pic.twitter.com/N5n3gYid4z
এই বৈঠকের বিষয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিষয় আলোচনা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে মোদীর যোগ দেওয়ার কথা আছে।
আজকের বৈঠকের সময় হাসিনা ও শ্রিংলা করোনাভাইরাস বিষয়েও আলোচনা করেন।
