Bangladesh

Sheikh Hasina urges world to put pressure on Myanmar to solve Rohingya issue

Sheikh Hasina urges world to put pressure on Myanmar to solve Rohingya issue

Bangladesh Live News | @banglalivenews | 09 Jun 2018, 10:34 pm
ঢাকা, জুন ১০ঃ জি-৭ শীর্ষ সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আবার একবার রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে ধরে আন্তর্জাতিক দেশগুলি এই মানুষদের সঠিকভাবে দেশে ফেয়ারনর জন্য মিয়ানমারের উপরে চাপ দেওয়ার পেওদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের আহ্বান করেছেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য উনি মিয়ানমারের উপরে চাপ দিতে জি ৭ এর দেশের নেতাদের কাছে এই মঞ্চ থেকে আহ্বান করেছেন।

 

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে  নিজের বক্তব্য রাখার সময় প্রধান্মত্ন্রি এই কথাগুলি বলেছেন।

 

রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান সেই বিষয়টিও নিজের বক্তব্যে তুলে ধরেন।

 

হাসিনা বলেনঃ "আমরা ইতিমধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছি। এই প্রক্রিয়া যাতে স্থায়ী ও টেকসই হয় সে জন্য আমরা এতে ইউএনএইচসিআর’কে অন্তর্ভুক্ত করেছি।"

 

রোহিঙ্গা প্রসঙ্গে  কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে  মিয়ানমারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান হাসিনা।

 

জি ৭ সম্মেলনে যোগ দিতে হাসিনা এই মুহূর্তে কানাডা শহরে আছেন।

 

সেখানে উনি কানাডার প্রধানমন্ত্রী  জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে  যোগ দিয়েছেন।

 

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ  দেওয়ার জন্য শুক্রবার উনি সেই দেশে পৌঁছান।

 

বৈঠকের স্থান লা মানইর রিচেলিউয়ে  পৌঁছানোর পরে হাসিনাকে স্বাগত জানান  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফাই গ্রেগরি ট্রুডো ।

 

পৃথিবীর বহু শীর্ষ নেতারা এই বৈঠকে যোগ দিতে কানাডায় এসেছেন।