Bangladesh
Sheikh Hasina to visit Canada tomorrow
বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। এটাই জি সেভেন আউটরিচ মিটিং।
৯ জুন কুইবেকে অনুষ্ঠেয় ওই আউটরিচ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে এই সম্মেলনে যোগ দেন। এবার তৃতীয় দফায় এই বৈঠকে অংশ নেবেন তিনি। উন্নয়ন দেশের নেতা হিসেবে তৃতীয় বার তার এই সম্মেলনে অংশগ্রহণ নজিরবিহীন।
মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলি বলেন, এটা বিশ্ব শান্তি ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতি। জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু বিষয়ক এবং ব্লু ইকোনোমি নিয়ে ‘তার (শেখ হাসিনার) চিন্তা-ভাবনা, দর্শন ও কর্মকান্ডেরও স্বীকৃতি এটা’। কানাডা ছাড়া জি-সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
এবার আউটরিচ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট; ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট; জ্যামাইকার প্রধানমন্ত্রী; কেনিয়ার প্রেসিডেন্ট; মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট; নরওয়ের প্রধানমন্ত্রী; আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার রুয়ান্ডার প্রেসিডেন্ট; সেনেগালের প্রেসিডেন্ট; সেশেলসের প্রেসিডেন্ট; দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট; ভিয়েতনামের প্রধানমন্ত্রী; আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর এমডি; অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল; জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে অন্যদের দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। সেখানে বঙ্গবন্ধুর খুনি দন্ডিত নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়েও প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে জানান তিনি। সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি-প্রতিপাদ্য নিয়ে এবার আউটরিচ সম্মেলন হবে। সফর শেষে ১২ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
