Bangladesh

Sheikh Hasina returns home after ending Canada trip

Sheikh Hasina returns home after ending Canada trip

Bangladesh Live News | @banglalivenews | 12 Jun 2018, 11:19 pm
ঢাকা, জুন ১৩ঃ কানাডার সফর শেষ করে মঙ্গলবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে উনি কানাডা সফরে গেছিলেন।


চার দিনের সফর শেষে,  এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে মঙ্গলবার রাত সোয়া ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের নেত্রী।

 

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে গেছিলেন হাসিনা।

 

টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার স্থানীয় সময় সোমবার বেলা ২টা ৫০ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্সে করে হাসিনা বাংলাদেশের উদ্ধেশে যাত্রা শুরু করেন।

 

কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাথন সুভে হাসিনাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে উনি শুক্রবার সেই দেশের  কেবেক শহরে পৌঁছান।

 

  এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উনি কানাডার প্রধানমন্ত্রী ও বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে সাক্ষাৎ করেন।