Bangladesh
Sheikh Hasina returning home after ending her Canada visit
ঢাকা, জুন ১২ঃ কানাডায় অনুষ্ঠিত জি ৭ বৈঠকে যোগ দেওয়ার পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার স্থানীয় সময় সোমবার বেলা ২টা ৫০ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্সে করে হাসিনা বাংলাদেশের উদ্ধেশে যাত্রা শুরু করেন।
কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাথন সুভে হাসিনাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
দুবাইয়ে যাত্রা বিরতি শেষে আজ রাতে ওনার দেশে ফেরার কথা আছে।
জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে উনি শুক্রবার সেই দেশের কেবেক শহরে পৌঁছান।
উনি সফরে গেছিলেন কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে।
এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উনি কানাডার প্রধানমন্ত্রী ও বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে সাক্ষাৎ করেন।
