Bangladesh
Sheikh Hasina meets Dubai leader
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১৯: সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম-এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুবাইয়ের ক্রাউন প্রিন্স, শেখ হামদান বিন মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিণী সঙ্গে দুপুরের খাবার খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে রাজধানী আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বিষয়ে এ সমঝোতা স্মারক সই হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
