Bangladesh
Seven killed as vehicles collide head-on in Cox's Bazar
নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। এরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজারের আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।
আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ে চট্টগ্রামমুখী কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।
ওসি বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পর সাত জনের মৃত্যু হয়েছে। আহত অপর দুই জনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত নয় জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়। এছাড়া আহত অন্য দুই জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
