Bangladesh

Seven drown in flood waters
বন্যার পানিতে সয়লাব গ্রাম থেকে গ্রাম (ফাইল ছবি)।

Seven drown in flood waters

Bangladesh Live News | @banglalivenews | 12 Aug 2020, 12:15 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ আগস্ট ২০২০ : দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লালমনিরহাটে একজন, টাঙ্গাইলে একজন, কিশোরগঞ্জে তিনজন, ঢাকায় একজন ও গাজীপুরে একজন। ফলে গত ৩০ জুন থেকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত বন্যার পানিতে ডুবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩ জেলায় বন্যা চলছে। বন্যাকবলিত সব জেলায় (৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত) ডায়রিয়া, পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের কামড়ে ও অন্যান্য কারণে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
সূত্র আরও জানায়, স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৭৫ জনের একটি মেডিকেল টিম বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে। মেডিকেল টিম এ পর্যন্ত ডায়রিয়ায় ১৪ হাজার ৫৭০ জন, শ্বাসতন্ত্রের প্রদাহ (আরটিআই) ৪ হাজার ৭০৯, বজ্রপাতে ৪৭, সাপের কামড়ে ৫১, পানিতে ডুবে ১৬৬, চর্মরোগে ৮ হাজার ২১৭, চোখের প্রদাহ ৯৬৮, আঘাতপ্রাপ্ত ৮১০ এবং অন্যান্য রোগে আক্রান্ত ১০ হাজার ৫২৪ জনসহ মোট ৩৮ হাজার ৬০১ জনকে চিকিৎসা প্রদান করেছে।