Bangladesh
Rohingya: Dutch makes major comment
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে কোভিড-১৯ মোকাবিলায় আলোচনা করার জন্য টেলিফোন করেন। টেলিফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী সাগরে ভেসে থাকা ৫০০ রোহিঙ্গার বিষয়ে ডাচমন্ত্রীকে ব্যাখ্যা দেন।
ড. মোমেন বলেন, দুই নৌকায় ভেসে থাকা ৫০০ রোহিঙ্গা বাংলাদেশের জলসীমার মধ্যে তো নয়ই; এমনকি সীমানার কাছেও নেই। সমুদ্র আইন অনুযায়ী এ অঞ্চলের বাকি দেশগুলোরও এ রোহিঙ্গাদের নিয়ে দায়িত্ব রয়েছে।
এ সময়ে ডাচমন্ত্রী স্বীকার করেন যে, বাংলাদেশ বরাবরই রোহিঙ্গাদের উদ্ধার করে আসছে। আর এটি ভবিষ্যতে মিয়ানমারকে আরও রোহিঙ্গাদের গভীর সমুদ্রে ভাসিয়ে দেয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। এ সময়ে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ডাচমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ইতোমধ্যে করা ক্রয়াদেশ বাতিলের ফলে বাংলাদেশের প্রায় ২৩ লাখ শ্রমিক ও ১১৫০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ড. এ কে আবদুল মোমেন তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ বাতিলের বিষয়টি তুলে ধরেন।
