Bangladesh

Rohingya: Ali to visit Myanmar next week

Rohingya: Ali to visit Myanmar next week

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2018, 11:01 am
ঢাকা, আগস্ট ৪ঃ রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে আগামী বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মিয়ানমার সফরে যাবেন।

উনি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে রাখাইনের পরিস্থিতি দেখতে যাবে।

 

শুক্রবার সিঙ্গাপুরে ২৫তম আসিয়ান আঞ্চলিক ফোরামের অধিবেশন চলাকালে মাহমুদ আলী ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিংকে তার সফরের পরিকল্পনার বিষয় জানিয়েছেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক গত মাসে জানিয়েছেন যে প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি দেখতে মন্ত্রী রাখাইন সফরে যাবেন।

 

বহু সংখ্যায় রোহিঙ্গা গত বছর থেকে মিয়ামার থেকে পালিয়ে বাংলাদেশের এসে আশ্রয় নিয়েছে।

 

মানবিকতার পথেই হেঁটে বাংলাদেশের মানুষ ও সরকার এনাদের এই দেশে আশ্রয় দিয়েছে।

 

এর মাঝে দুই দেশ রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও সম্মানজন প্রত্যাবাসনের বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে। 

 

Image: UN Website