Bangladesh
Road mishap claims two lives in Bangladesh
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে উল্টো লেন ব্যবহার করে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩৫৬২৩) ঢুকে পড়ে। মাইক্রোবাসটি সার্ভিস এরিয়া -৩ পার হওয়ার পর ঢাকাগামী এসএ ট্রাভেলস নামক বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রীই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রী মারা যান।
নিহতদের মধ্যে রবিউল ইসলাম (৩৫) নামে এজজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। রবিউল বরিশালের আগৈলঝড়ার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। গুরুতর আহত মাইক্রোবাস চালক সাগরসহ সাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস জানান, মাইক্রোবাসটি পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এতে দুইজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন।
