Bangladesh

Rakhine: Clash leaves five Rohingya dead

Rakhine: Clash leaves five Rohingya dead

Bangladesh Live News | @banglalivenews | 02 Mar 2020, 08:40 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২ : মিয়ানমারের সংঘাতে বিধ্বস্ত পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদ্রেশে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্র্রোহীদের সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে রোববার স্থানীয় এক সংসদ সদস্য এবং দুই বাসিন্দা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

রাখাইনের বিচ্ছিন্নতাবাদ্রী সশস্ত্র বিদ্র্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার রাখাইনের এমরাউক ইউ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্র্রোহীরা। এই হামলার পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্র্রোহীদের সংঘর্ষ শুরু হয়।


হামলা-সংঘর্ষের ব্যাপারে মন্তব্য জানতে মিয়ানমার সেনাবাহিনীর অন্তত দুই মুখপাত্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেও সাড়া পায়নি রয়টার্স। এ ব্যাপারে সেনাবাহিনীর ওয়েবসাইটেও তাৎক্ষণিকভাবে কোনও বিবৃতি দেয়া হয়নি। সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনায় দেশটির সরকারি বাহিনীকে দায়ী করেছেন আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা। তবে দেশটির সরকারি এক মুখপাত্র বলেছেন, তিনি মন্তব্য করতে পারবেন না।


এদিকে, রাখাইনের প্রত্যন্ত ওই এলাকায় হামলার বিস্তারিত তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। সহিংসতায় বিধ্বস্ত এই অঞ্চলে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ির আছে। এছাড়া ইন্টারনেট সংযোগও সচল নেই রাখাইনে।


আরাকান আর্মির ওই মুখপাত্র জানান, রাখাইনের বু তা লোন গ্রামে মিয়ানমার সামরিক বাহিনীর গোলা আঘাত হেনেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। এমপি তুন থার সেইন, স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী ও একজন গ্রামবাসী বলেছেন, নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদ্রায়ের কমপক্ষে পাঁচ সদ্রস্য নিহত হয়েছেন। নিহতদ্রের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।