Bangladesh

Rail engines from India reach Bangladesh's Parbatipur
ভারতীয় রেল ইঞ্জিন (ফাইল ছবি)।

Rail engines from India reach Bangladesh's Parbatipur

Bangladesh Live News | @banglalivenews | 30 Jul 2020, 03:25 am
The government of India has gifted Bangladesh 10 Railway Engines ahead of the Eid-Ul-Azha festival. The locomotives reached Dinajpur district's Parbatipur upazila on Wednesday.

এর আগে দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইঞ্জিনগুলো হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। গত সোমবার ভারতের গেদে রেলস্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন।
পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী নুর মোহাম্মদ জানান, ভারত সরকার প্রদত্ত ১০টি লোকোমোটিভের মধ্যে ৮টি ২০১৩ সালের, একটি ২০১৪ সালের ও অপরটি ২০১৫ সালের মডেলের।
এদিকে, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার একটি সূত্রে বলা হয়েছে, এসব ইঞ্জিন ভারতে রেলের বিভিন্ন রুটে দীর্ঘ ৭, ৬ ও ৫ বছর ধরে ব্যবহার হয়ে আসছিল। এসব ইঞ্জিন কারখানায় পৌঁছার পর যন্ত্রাংশ পরীক্ষা শেষে ট্রায়ালে পাঠানো হবে।
এর আগে নতুন করে বাংলাদেশ রেলওয়ের আদলে রঙ পরিবর্তন ও সিরিজ লেখা হবে। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্রডগেজ রেলপথের বিভিন্ন পয়েন্টে পাঠানো হবে বলে কারখানা সূত্রটি উল্লেখ করে।