Bangladesh

RAB to take complaints against Shahed, opens hotline
প্রতারক শাহেদ করিম (ফাইল ছবি)।

RAB to take complaints against Shahed, opens hotline

Bangladesh Live News | @banglalivenews | 18 Jul 2020, 01:26 am
The Rapid Action Battalion (RAB) has launched a hotline number to receive complaints against nabbed fraudster and Chairman of the Regent Group Shahed Karim.

ফলে, কেউ যদি সাহেদের দ্বারা পূর্বে প্রতারিত হয়ে থাকেন তিনি র‌্যাবের হটলাইনে কল করেই বিষয়টি জানাতে পারবেন। হটলাইন নম্বরটি হলো ০১৭৭৭৭২০২১১। এ বিষয়ে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘সাহেদের প্রতারণার শিকার ভুক্তভোগীদের সহযোগিতা করা ও আইনি সহায়তার জন্য ০১৭৭৭৭২০২১১ (০১৭৭৭৭২০২১১) এই হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছে র‌্যাব সদর দফতরের তদন্ত উইং। পাশাপাশি চাইলে যে কেউ ইমেইলে যোগাযোগ করতে পারেন (ৎধনযয়.রহাবংঃ@মসধরষ.পড়স)। প্রয়োজনে র‌্যাব তদন্ত উইং প্রতারিত বা ভুক্তভোগীর নাম পরিচয় গোপন রাখবে।’
উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছিল সাহেদের রিজেন্ট হাসপাতাল। ধরা খাওয়ার আগ পর্যন্ত হাসপাতালে ও বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০ হাজার নমুনা সংগ্রহ করেছিল রিজেন্ট। বিনিময়ে তারা জনপ্রতি সাড়ে ৩ হাজার ৪ হাজার নিতেন। আর বাড়িতে গিয়ে সংগ্রহ করলে এক হাজার টাকা বেশি নেয়া হতো। এর মধ্যে মাত্র ৪ হাজার ২০০টির মতো নমুনা পরীক্ষা করে হাসপাতালটি। পরীক্ষা না করেই বাকি ৬ হাজারের মতো নমুনার রিপোর্টই মনগড়াভাবে তৈরি করে দেয় সাহেদের রিজেন্ট হাসপাতাল।
করোনায় বিশেষায়িত হাসপাতাল হিসেবেও অনুমোদন পেয়েছিল সাহেদের রিজেন্ট। এতে করোনা রোগীদের কাছ থেকে কোনো ফি নেয়ার কথা ছিল না। তবে র‌্যাবের অভিযানে বেরিয়ে আসে, রিজেন্টে রোগী প্রতি দেড়লাখ, দুইলাখ ও সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিল আদায় করা হয়েছিল। পাশাপাশি ‘রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছে’ এই বাবদ সরকারের কাছে এক কোটি ৯৬ লাখ টাকার ক্ষতিপূরণ বিল জমা দিয়েছে রিজেন্ট হাসপাতাল। যদিও এই অর্থ প্রক্রিয়াধীন থাকলেও শেষ পর্যন্ত পায়নি হাসপাতালটি।