Bangladesh
RAB nabs three weapons dealers from Dhaka's Darussalam neighbourhood
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ আগস্ট ২০২০ : রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রশিদ (৫৭), মুরাদ হোসেন (৩৫) ও মো. সিদ্দিক (৪৮)। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১০ এর কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল তাদের গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দারুসসালাম থানাধীন ১৩বি/এ, ২য় কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র বিক্রয় করে একটি শ্রেণিকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করে আসছিল।
মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রির মাধ্যমে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে সহায়তা করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
