Bangladesh

President Hamid reaches Uruguay

President Hamid reaches Uruguay

Bangladesh Live News | @banglalivenews | 29 Feb 2020, 12:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৯ : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শুক্রবার বিকেলে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও পৌঁছেছেন। আগামীকাল ১ মার্চ দেশটির রাষ্ট্রপতির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যান।

বঙ্গভবন সূত্র জানায়, ‘রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি বিমান শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) মন্টেভিডিও আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।


রাষ্ট্রপতি হামিদ ১১ দিনের সফরে গত বুধবার সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপ্রধান লন্ডন ও ব্রাজিল হয়ে মন্টেভিডিও পৌঁছান।


উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।


রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।