Bangladesh

People should be conscious while walking on street: Hasina

People should be conscious while walking on street: Hasina

Bangladesh Live News | | 02 May 2018, 11:03 am
ঢাকা, মে ২ঃ শুধুমাত্র গাড়িচালকদের দোষ না দিয়ে রাস্তায় যে মানুষেরা হাঁটেন তাদেরকে আরও সাবধান ও নিয়ম মেনে চলতে আহবান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসচেতনতা তৈরির ক্ষেত্রে হাসিনা দেশের গণমাধ্যমকে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে বলেন হাসিনা।

 

দুর্ঘটনার পরপরই গাড়িচালককে না পিটিয়ে আইনের হাতে সোপর্দ  করতে আহবান করেন প্রধানমন্ত্রী।

 

বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে এনিয়ে কথা বল্বার সময় হাসিনা বলেনঃ " আমার এই কথাগুলো অনেকে পছন্দ করবেন না, কিন্তু যা বাস্তব, তাই বলছি।"

 

"রাস্তায় চলার নিয়ম আছে, সেটা আমরা কতটা মানি? একটা গাড়ি দ্রুতগতিতে আসছে, আমরা হাত একটা তুলে রাস্তায় নেমে গেলাম…. যারা পথচারী, তাদেরও কিছু রুলস জানা দরকার, মানা দরকার," উনি বলেন।

 

"আপনি বাসে চড়ে যাচ্ছেন, কেন আপনি হাত বের করে যাবেন?," হাসিনা বলেন।

 

"আপনারা (সাংবাদিক) যার হাত গেল, তার জন্য কান্নাকাটি করছেন; কিন্তু সে যে নিয়ম মানছে না, সে কথা তো বলছেন না," উনি বলেন।

 

পথচারীদের আরও সচেতন হওয়ার জন্য উনি বলেনঃ "যারা পথে পারাপার হয়, তারাও নিয়ম মানে কি না, সেদিকে আপনারা একটু দেখেন।”