Bangladesh

Peddler runs to Myanmar by leaving behind three sacks of Yaaba

Peddler runs to Myanmar by leaving behind three sacks of Yaaba

Bangladesh Live News | @banglalivenews | 15 Nov 2018, 10:13 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ১৫ : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

বুধবার দুপুরে কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে টেকনাফ সিজি স্টেশনের সদস্যরা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালায়।

 

এ সময় তারা সন্দেহভাজন একটি মাছ ধরার নৌকাকে সংকেত দিলে নৌকাটি না থেমে তিনটি বস্তা ফেলে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়।

 

পরে ওই তিনটি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

এসব ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।