Bangladesh

Pakistan passport behind Bangladesh

Pakistan passport behind Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 14 Jan 2020, 08:40 am
ঢাকাঃ আবার একবার বাংলাদেশের পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্টের থেকে শক্তিশালী হিসেবে দেখা গেছে।

সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে এমন তথ্য পাওয়া গেছে।

 

এই তালিকায় বাংলাদেশ ৯৮ নম্বরে ও পাকিস্তান অবস্থান করছে ১০৪।

 

আফগানিস্তান তালিকার শেষে ১০৭ নম্বর স্থানে।

 

হেনলি পাসপোর্ট ইনডেক্স গত সপ্তাহে এই তালিকা প্রকাশ করে।

 

এতে ভিসামুক্ত ও ভিসা অন অ্যারাইভাল বিবেচনায় সূচকের শীর্ষ স্থানে আছে এশিয়ার উন্নত দেশ জাপান।

 

সিঙ্গাপুর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে।

 

এক সংখ্যক নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।