Bangladesh
Pakistan passport behind Bangladesh
ঢাকাঃ আবার একবার বাংলাদেশের পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্টের থেকে শক্তিশালী হিসেবে দেখা গেছে।
সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে এমন তথ্য পাওয়া গেছে।
এই তালিকায় বাংলাদেশ ৯৮ নম্বরে ও পাকিস্তান অবস্থান করছে ১০৪।
আফগানিস্তান তালিকার শেষে ১০৭ নম্বর স্থানে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স গত সপ্তাহে এই তালিকা প্রকাশ করে।
এতে ভিসামুক্ত ও ভিসা অন অ্যারাইভাল বিবেচনায় সূচকের শীর্ষ স্থানে আছে এশিয়ার উন্নত দেশ জাপান।
সিঙ্গাপুর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে।
এক সংখ্যক নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।
