Bangladesh
Padma rail Project: China company guard shoots at workers, 8 hurt in Bangladesh
জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডলে পদ্মা সেতু এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিআরইসি)’র অধীনে একটি ক্যাম্পে ২০০-২৫০ শ্রমিক রয়েছেন। সেখানে তাদের বেতন ভাতা পরিশোধের পূর্ব নির্ধারিত তারিখ ছিল বুধবার। কিন্তু যথাযথভাবে পাওনা পরিশোধ না করায় অসন্তোষ দেখা দেয়। এসময় কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা কর্মীরা এলাপাতাড়ি গুলি চালায় এবং লাঠি- সোটা নিয়ে শ্রমিকদের ওপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও জখম হন।
তারা হলেন, জাকির, পারভেজ, সুমন, রাজু, নাঈম, রাসেল, শুভ ও আলী মুনসুর।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, রাতে শ্রমিকেরা তাদের দাবি দাওয়া নিয়ে ক্যাম্প থেকে পাশে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১-এ যেতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাঁধা দেয় ও শ্রমিকদের ওপর গুলি চালায়। এতে আটজন শ্রমিক আহত হয়। ঠিকাদারে লোকজন রড দিয়ে পেটায়।
ওই শ্রমিক আরও জানান, চুক্তি ছিল ঠিকাদার থাকা খাওয়া বাদে প্রত্যেক শ্রমিককে মজুরি বাবদ প্রতিদিন ৩শ’ টাকা দেবেন। কিন্তু গত ২০ এপ্রিলের পর থেকে শ্রমিকদের কোনো টাকা দেয়নি ঠিকাদারী প্রতিষ্ঠান। এর আগে থেকে শ্রমিকদের টাকা-পয়সা ও থাকা খাওয়া নিয়ে ঝামেলা করে আসছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি)’র এক বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের কারণে বিদ্যমান প্রতিকূল সময়েও পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের কাজ অব্যাহত রাখতে প্রকল্পের চার হাজার ৭৪২ জন স্থানীয় শ্রমিকের সুরক্ষা ও সুস্থতায় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দুর্ভাগ্যক্রমে গত ৬ মে রাত ৯টার দিকে মাওয়ায় সিআরইসির এক আশ্রয়কেন্দ্রে শ্রমিকদের একটি দল জড়ো হয়ে অভিযোগ করে, বরাদ্দকৃত অস্থায়ী মজুরি তাদের জন্য যথেষ্ট নয়। এ আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০০ শ্রমিক অবস্থান করছিলেন। এ দলের নেতৃত্বে ছিলেন অসন্তুষ্ট কিছু শ্রমিক, যাদের আইসোলেশনের নিয়ম ভঙ্গ করে পাশের গ্রামে নিজদের বাড়িতে যাওয়ার কারণে আশ্রয়কেন্দ্রে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়। এক্ষেত্রে বিষয়টি সুরাহায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশি নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের বাধা দেয়ার চেষ্টা করে।
শ্রমিক অসন্তোষের মুখে, তাদের ছত্রভঙ্গ করতে একজন নিরাপত্তাকর্মী শটগান দিয়ে ফাঁকা গুলি চালায়। এর ফলে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুর্ভাগ্যজনকভাবে আট শ্রমিক আহত হয় এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
