Bangladesh

Online petition to be started to bring back Bangabandhu's murderer

Online petition to be started to bring back Bangabandhu's murderer

Bangladesh Live News | @banglalivenews | 29 Sep 2018, 05:19 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২৯ : বঙ্গবন্ধুর খুনি নূরকে কানাডা থেকে ফেরত পাঠাতে অনলাইন আবেদনের উদ্বোধন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার উদ্বোধনী অনুুষ্ঠানে তিনি বলেন, নূর চৌধুরীরা জাতির পিতা ও তার পরিবারকেই শুধু হত্যা করেনি, বাংলাদেশকে হত্যা করেছিলো। এ হত্যাকান্ড ছিলো পাকিস্তানের পরাজিত শক্রদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা।


মন্ত্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘গৌরব একাত্তরের’ সহযোগিতায় আইইবি‘র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইনে স্বাক্ষর গ্রহণ কর্মসূচি উদ্বোধন করেন।


মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূরকে কানাডা থেকে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের কাছে অন-লাইন আবেদনে মুক্তিযুদ্বের স্বপক্ষের শক্তিকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনি নিজে সম্পৃক্ত হোন অন্যদেরকেও সম্পৃক্ত করুন।


বঙ্গবন্ধুকে বাঙালি জাতীয়তাবাদের মহাকালের মহানায়ক উল্লেখ করে মন্ত্রী বলেন, বাঙালি জাতিসত্ত্বার সবকটি উপাদান বঙ্গবন্ধুর মধ্যে বিদ্যমান ছিল। ‘আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান’ বঙ্গবন্ধুর এই উক্তির মধ্যে তিনি তার পরিচিতি তুলে ধরেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করা যায়নি, যাবে না। তার ঐতিহাসিক উক্তি ‘দাবায়ে রাখতে পারবা না’ সত্যে পরিণত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দ্বারপ্রান্তে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। গণদশ বছরে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করার বাংলাদেশে উন্নীত হয়েছে।