Bangladesh
Online bank account hacking: 1 arrested in Bangladesh
শনিবার র্যাব-১২ সূত্রে জানা যায়, রাব্বীকে বৃহস্পতিবার সন্ধ্যয় আটক করা হয়। সে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকার চক্রের রাজশাহী অঞ্চলের প্রধান।
গূত্র জনায়, রাব্বীকে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ হ্যাকার চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে ব্যাংক একাউন্ট বিশেষ করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আসছে। সম্প্রতি এই হ্যাকার চক্র এক ব্যক্তির আই ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করে।
এ ঘটনার পর র্যাব-১২ অনুসন্ধান শুরু করে। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর অভিযান চালিয়ে রাব্বীকে আটক করা হয়।
আটক রাব্বীর কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ৯টি মোবাইল সেট, সাতটি সিমকার্ড, ছয়টি ডিভিডি, একটি পাওয়ার ব্যাংক, একটি কম্পিউটারের র্যাম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা করা হয়েছে।
