Bangladesh
One killed in Bangladesh road accident
#Fenny, #FennyAccident, #BangladeshRoadAccident, #Bangladesh, #BangladeshAccident, #BusinessmanKilledinAccident
ফেনী , মে ৯ঃ অটোরিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাক চাপা পড়ে এক ব্যবসায়ী ফেনীর সদর উপজেলায় প্রান হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানিয়েছেন এই দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।
মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে, জানিয়েছেন পুলিশ।
নিহত ব্যাক্তির পরিচয় হল নুরুল হক।
পুলিশ জানান ত্রাক চাপা পড়ায় ঘটনাস্থলেই উনি প্রান হারান।
ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে, জানিয়েছেন পুলিশ।
