Bangladesh
One die in road accident in Jatrabari
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ৫ : রাজধানীর যাত্রাবাড়ীতে রাজমহল হোটেলের সামনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আমিন ভূঁইয়া (৩২)। তিনি ডেমরায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
বুধবার (৪ মার্চ ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় মো. সানি জানান, ডেমরায় পরিবার নিয়ে থাকতেন আমিন ভূঁইয়া। মোটরসাইকেলে করে উত্তরা যাওয়ার কথা ছিল তার। যাত্রাবাড়ীতে রাজমহল হোটেলের সামনে যাওয়ামাত্র একটি বালুভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
