Bangladesh

One arrested with Ya Ba

One arrested with Ya Ba

Bangladesh Live News | @banglalivenews | 19 Aug 2018, 10:38 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ১৯ : ২৮ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ এলাকায় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তারা।

 

এ সময় মোটরসাইকেল চালক বাশার নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন।

 

ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার সাফায়াত জামিল বলেন, এর আগেও তিনি (আবুল বাশার) একাধিকবার ইয়াবা চালান করেছিলেন বলে স্বীকার করেছেন।

 

আটক বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত অবস্থায় আছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগেও তিনি কক্সবাজার থেকে ১৯ হাজার পিস ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গিয়েছিলেন।