Bangladesh
No support from Myanmar in stopping Yaba: Minister
উনি আরও জানান যে এই বিষয় মিয়ানমার বাংলাদেশকে সহায়তা করছে না।
সোমবার সংসদে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরে এই মন্তব্য করেছেন।
এই মুহূর্তে দেশজুড়ে মাদক বিরোধী অভিযান চলছে।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক ইয়াবা পাচার রোধের বিষয় অনুষ্ঠিত হয়, মন্ত্রী বলেন।
“এতে মিয়ানমারকে ইয়াবার উৎপাদন ও প্রবাহ বন্ধে ব্যবস্থা গ্রহণসহ মিয়ানমার সীমান্তে অবস্থিত ইয়াবা তৈরির কারখানা সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময়ে করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি," মন্ত্রী বলেন।
এই মুহূর্তে দেশ্র মাটিতে চলতে থাকা মাদক বিরোধী অভিযানের বিষয় উনি বলেনঃ "মাদক সম্রাট বা মাদক গড ফাদারদের আইনের আওতায় আনার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
