Bangladesh

Night watchman killed in Bangladesh road mishap

Night watchman killed in Bangladesh road mishap

Bangladesh Live News | @banglalivenews | 23 Feb 2020, 08:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৩ : রাজশাহীতে বেপরোয়াট্রাকচাপায় আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে নগরীর বিনোদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বিনোদপুর বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। এ ঘটনায় দুপুরে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী রজুফা বেগম।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, সুরতহাল শেষে মরদেহটি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান নিহতের স্বজনরা। এনিয়ে তারা আবেদনও করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে যাবেন স্বজনরা।

তিনি আরও বলেন, শনিবার ভোররাতে রাস্তার পাশে দাঁড়িয়ে এক রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন আমজাদ হোসেন। এ সময় রাজশাহীগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন। লাফিয়ে দূরে গিয়ে কোনো রকমে প্রাণে রক্ষা পান ওই রিকশাচালক।