Bangladesh
Mymensingh: Shok Dibas function turns violent, 4 hurt
ঢাকা, আগস্ট ১৫ঃ শোক দিবসের দিনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কাঙালি ভোজের আয়োজনকে কেন্দ্র করে গণ্ডগোলকে কেন্দ্র করে ঞ্চারজন আহত হয়েছেন, জানিয়েছেন পুলিশ।
মশাখালী রেলস্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খোকন আহামেদ, মশাখালী ইউনিয়ন যুবলীগ সদস্য আশরাফুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সজিব আহম্মেদ ও এক কৃষক ইউনূস আলী এই ঘটনায় আহত হয়েছেন, জানিয়েছেন পুলিশ।
ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে আশরাফুলকে।
বর্তমান সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেলের সমর্থক উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন পলাশের নেতৃত্বে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ।
হামলা করে অঞ্ছলে ভাংচুর করা হয়েছে বলেও উনি অভিযোগ করন।
পুলিশ জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে।
Image: Internet Wallpaper
