Bangladesh

Mymensingh market gutted by fire

Mymensingh market gutted by fire

Bangladesh Live News | @banglalivenews | 06 Jun 2018, 11:26 pm
ঢাকা, জুন ৭ঃ আগুন লেগে আজ ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় হকার্স সুপার মার্কেটের শতাধিক দোকান পুড়ে গেছে।

সকাল সাতটার দিকে এই দোকানের অঞ্চল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

 

মার্কেটটিতে জুতা, কাপড়, প্রসাধনী ও দরজির তিন শতাধিক দোকান অবস্থিত আছে।

 

সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট  ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

আগুন নিয়ন্ত্রণে আনা হয় পৌনে নয়টার দিকে।

 

তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

 

ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক।

 

আগুন লাগার উৎস এখনও জানা যায়নি।